২০ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

বাগমারায় ৪৫টি বীর নিবাস নির্মাণের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

1 min read

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের জন্য ঠিকাদার নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেল পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানার তত্ত্বাবধানে উন্মুক্ত লটারিতে উপস্থিত ছিলেন , বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিভিন্ন জেলা ও উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৪৫ টি বীর নিবাস নির্মাণ করা হবে।
৯ টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ আবাসন প্রকল্পের কাজ করবে। সবার উপস্থিতিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হওয়ায় অংশীজনরা সন্তুষ্টি প্রকাশ করেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »