১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবিদ্বারে’গায়েবী মামলায়’জীবন অতিষ্ঠ উদিয়মান দুই নেতার জীবন, গ্রেফতারের নামে চলতো অমানবিক নির্যাতন

1 min read

মাহফুজ আহম্মেদ ,কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে গত ১৬ বছর ধরে সংঘর্ষ কিংবা ছোটখাটো মারামারি হলেই গায়েবী মামলায় নাম জড়িয়ে হয়রানি করা হতো উপজেলার সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু ও সাবেক ছাত্রদলের প্রচার সম্পাদক বাছির সামিউল কে৷ বিল্লাল হোসেন বিল্লুর বিরুদ্ধে রয়েছে ৩০ টি মামলা ও সামিউল বাছিরের বিরুদ্ধে রয়েছে ২২ টি মামলা৷ এছাড়াও বিভিন্ন সময় সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত একাধিক নেতা-কর্মী গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছে বলে জানা গেছে৷
দেবিদ্বার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন বিল্লু বলেন,স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার,আমার বিরুদ্ধে একের পর এক গায়েবী মামলা দিয়েছে। বর্তমানে ৩০টি- মামলা মাথায় নিয়ে আমি ও আমার পরিবার জর্জরিত। আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ভাঙচুর লুট করেছে। আমাকে রিমান্ডের নামে থানায় নিয়ে পাশবিক নির্যাতন করেছে। মাসের পর মাস কারাগারে বিভিষিকাময় দিন পার করেছি। মামলায় জামিন নিয়ে বের হলে আমাকে আবার গ্রেফতার করা হতো। এভাবে ১৬টি বছর আমি ফেরারি জীবন পার করেছি। অবিলম্বে আমার বিরুদ্ধে অন্যায় ভাবে দায়ের করা গায়েবী মামলার প্রত্যাহারে দাবি জানাচ্ছি।
উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাছির সামিউল বলেন, গত ১৬ বছরে বিএনপির গঠনতান্ত্রিক আন্দোলনে মানুষের আস্থা দেখে ক্ষমতাসীন দলের লোকজন মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে আমাদের আন্দোলন থেকে দূরে রাখার পাঁয়তারা করেছিল। এতে তাঁরা সফল হয়নি। বিভিন্ন সময়ে করা ২২টি মামলা রয়েছে আমার বিরুদ্ধে এসব অধিকাংশ মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। কোন কোন সময় গ্রেপ্তার এড়াতে পরিবার পরিজন ও বাড়িঘর ছেড়ে পলাতক ছিলাম। এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি জানাচ্ছি।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতারা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে৷ মিথ্যা মামলায় কোটের বারান্দা এখন নেতাকর্মীদের ঘর বাড়ীতে পরিনত হয়েছে৷ অন্তবর্তী কালীন সরকারের প্রতি আমাদের দাবী হলো এই সব গায়েবী মামলা দ্রুত সময়ের মধ্যে এক আর্দেশে নিষ্পত্তি করতে হবে৷

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »