১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবিদ্বারে বন্যা কবলিত মানুষের পাশে মধ্যাহ্নভোজ নিয়ে বিএনপি

1 min read

তোফায়েল আহমেদ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সার্বিক সহায়তায় দেবিদ্বার উপজেলায় গোমতী ভাঙ্গনে বানবাসীদের পাশে থেকে প্রশংসায় ভাসছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন গুলো।

গত ২২ আগস্ট ভারতের আগ্রাসে গোমতী নদীর পানিতে প্লাবিত ও বেড়ি বাধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় কবলিত মানুষকে উদ্ধার থেকে শুরু করে তাদেরকে প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের কাজ করে যাচ্ছেন তারা।

গতকাল বুধবার সকাল ১১টা থেকে শুরু করেন আরেক নতুন কার্যক্রম। দেবিদ্বার উপজেলা, পোৗসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করছেন।

বুধবার পৌর বিনাইপাড়, ৬নং ফতেহাবাদ ইউপির ফতেহাবাদ, সাইচাপাড়া, সুলতানপুর, নূরপুর এবং ৪নং সুবিল ইউপির বুড়িরপাড় ও রাঘবপুর উত্তর এবং দক্ষিণ গ্রামের ৩টি আশ্রয়কেন্দ্র সহ প্রায় ২ হাজার বানবাসীদের মাঝে এসব মধ্যাহ্নভোজ বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি’র সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল এর সদস্য সচিব রেজাউল করিম শাহীন (ভিপি), দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সদস্য আব্দুল মান্নান মেম্বার, পৌর বিএনপির সদস্য সচিব আলিম পাঠান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ্, যুবদল এর সভাপতি নূরুজ্জামান, পৌর যুবদল সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সহ-সভাপতি সবুজ পাঠান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সুবিল ইউপি বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ডাক্তার, জাতীয়তাবাদী মহিলা দল সুবিল ইউপি শাখার সভাপতি সাহেরা বেগম, সুবিল ইউপি সদস্য মোঃ সোহেল নেয়ামত, বিল্লাল হোসেন প্রমুখ সহ দেবিদ্বার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার অসংখ্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা অভিযোগ করে জানান, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের এই ভয়াবহ বন্যার জন্য দায়ী ভারত। তুমুল বৃষ্টিপাতের মধ্যে কোন ধরণের সতর্কতা ছাড়া ভারতের অভ্যন্তরে অবস্থিত বাঁধ খুলে দেয়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের সকল শ্রেণির মানুষ তাদের সাধ্যমতো বানবাসীদের পাশে দাঁড়িয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রথম থেকেই দেবিদ্বারে বিএনপির নেতাকর্মীরা বানবাসীর জন্য কাজ করে যাচ্ছে। তাদের সহায়তায় সব সময় প্রস্তুত দেবিদ্বার উপজেলা বিএনপি।

এছাড়া দেবিদ্বার উপজেলার যেসব গ্রাম গোমতীর পানিতে প্লাবিত হয়েছে সে সকল গ্রামের সবাইকে নিয়মিত ভাবে মধ্যাহ্নভোজের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »