১৮ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

নিয়ামতপুরে এইচএসসিতে মোট ১৩৯ জিপিএ -৫, ৪টি মাদ্রাসায় ১০০% পরীক্ষার্থী পাস করলেও নেই জিপিএ -৫

1 min read

মোঃ নাজমুল হক, য়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবারে এইচএসসিতে পাসের গড় হার ৭৯ দশমিক ১৩ শতাংশ। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন পরীক্ষার্থী। উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ হাজার ১৪৫ জন। এর মধ্যে পাস করেছে ৯০৬ জন। । সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ৬৮৯ জন পরীক্ষার্থীর ৫৫২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এরমধ্যে ১০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় এইবারে পাসের হারে সবার উপরে আছে বামইন স্কুল এন্ড কলেজ। এ কলেজটির ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ সহ পাস করে ৮৩ জন পরীক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ২য় স্থানে আছে চন্দননগর কলেজ। এ কলেজ থেকে ১৩৩ জনের মধ্যে ১৪ জন জিপিএ-৫ সহ ১১৭ জন পাস।

আলিম পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১৫ জন। পাস করেছে ১১২ জন। ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও জিপিএ-৫ পায়নি মাদ্রাসার কোনো পরীক্ষার্থী।

ভোকেশনালে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৪৬ জন। পাস করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। বটতলীহাট মহিলা কারিগরি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
তাং ১৫ – ১০ – ২০২৪ ইং

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »