৮ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

চাঁপাই ডিএনসির হাতে আটক মাদক কারবারি

1 min read

মোঃ আলমগীর হোসেন, সিনিয়র রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের একটি অপারেশন দল।

মঙ্গলবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন জেম মিয়ার পেয়ারা বাগানে কচুরিপানা দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। জেম মিয়ার বাগানের পাহারদার সোনাদ্দি সকলের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

আটককৃত ব্যক্তি নাচোল উপজেলার খোলশী এলাকার মৃত মনজুর হোসেন ছেলে মোঃ সোনাদ্দি(৪৫)।

একটি কালো রঙ্গের ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির অপারেশন দলটি।

সে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ-পরিদর্শক আব্দুল ওয়ারেছ, সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিঞা, সিপাই মো: আখতারউজ্জামান, সিপাই মোহাম্মদ সারোয়ার আলম, সিপাই মো: আবু জাহিদ, সিপাই আবু হাসান সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »