১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

অস্ত্র মামলায় জামায়াত নেতা তাজুল ইসলামের ১৭ বছরের কারাদণ্ড

1 min read

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অস্ত্র আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ড পশ্চিম পাড়ায় মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা শহরের নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের আমির তাজুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

আটকের পর রাতে তার স্বীকারোক্তি মোতাবেক একটি দেশি তৈরি এলজি শাটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ওই বছরের ১৬ ডিসেম্বর পুলিশ চার্জশিট দাখিল করে।

ওই মামলার দীর্ঘ শুনানির পর মঙ্গলবার দুপুরে বিচারক মো. নাজিমুদ্দৌলা অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রায় দেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »