কালুখালীতে দূর্বৃত্তের হাতুড়ি পেটায় স্কুল শিক্ষক হাসপাতালে
1 min readবাবলু শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের, কালিকাপুর গ্রামের দুর্বৃত্তরা হামলা চালিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে এক স্কুলশিক্ষককে গুরুত্বর আহত করেছে। আহত অবস্থায় ঐ শিক্ষককে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
রবিবার (৩০ জুন) দুপুরে বৃষ্টির সময় কালিকাপুর মাহাত্তাব বিশ্বাসের চায়ের দোকানে খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অর্তকিত হামলা চালায়, একই এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মফিজুর রহমান, দাউদ খন্দকারের ছেলে চঞ্চল খন্দকার ও বোয়ালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে সজীব।
আহত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডলকে আশপাশের লোকজন উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আহত স্কুল শিক্ষকের স্ত্রী শারমিন নাহার বিথি, কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী বলেন, বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে মাঝে মধ্যেই মফিজের পরিবার ভয় ভিতি প্রদশর্ন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতো।
এরই ধারাবাহিকতাই গতকাল এ হামলা চালিয়েছে বিথী জানান । তিনি আরও বলেন, এই দুর্বৃত্তকারীদের অন্যয় আমি পরিবার পরিজন নিয়ে চরম সঙ্কায় মধ্যে দিনা জাপন করছি। আমার পরিবারের উপর যে কোন সময় বড় ধরনের হামলা চালাতে পারে এই গ্রুপটি। হাসপাতালে ভর্তি হয়েও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এখানেও লোকজন নিয়ে এসে আমাদের ভয়ভীতি প্রদর্শন করছে মফিজুর রহমান ও চঞ্চল খন্দকার ।
কালুখালী থানার এসআই মোঃ সোহেল রানা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।