১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

জেলেদের ভিজিএফ চাল আত্মসাৎকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

1 min read

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর কর্তৃক সরকারি চাল আত্মসাতের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে দুমকি জনতা কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে চাল আত্মসাতের ঘটনার তিব্র নিন্দা জানানো সহ অভিযুক্ত চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুরের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

গত শ‌নিবার রাত সা‌ড়ে ১০টার সময় দুমকী থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭ মেট্রিকটন চাল জব্দ ক‌রেন। এ ঘটনায় রবিবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার বাদি হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলমান রয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রকৃয়াধীন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »