১৮ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

1 min read

গত ২ জুলাই ভোরের জানালা পত্রিকা অনলাইনে প্রকাশিত ‘রাজবাড়ীতে উদয়পুর হাফিজিয়া কওমী মাদরাসা বন্ধ করে দেয়াসহ দুর্নীতির অভিযোগ!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। ওই মাদরাসার সভাপতি মোঃ রাজু আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ প্রতিবাদ জানান।

এতে তিনি উল্লেখ করেন, ভোরের জানালা পত্রিকার অনলাইনে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন, অসভ্য, মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত। আমি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত উদয়পুর হাফিজিয়া কওমী মাদরাসা সভাপতির দায়িত্ব পালন করছি। সবশেষ গত ২২ এপ্রিল ২০২৪ আমাকে ওই মাদরাসায় ১৯ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

প্রতিবাদ লিপিতে রাজু আহমেদ জানান, গত ১২ বছরের বেশি সময় ধরে অলিখিত ভাবে উদয়পুর ইউসুফ মুসল্লী জামে মসজিদ ও উদয়পুর হাফিজিয়া কওমী মাদরাসার বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে কোলা বাজার থেকে মাদরাসার এতিম ছাত্রদের নামে টাকা কালেকশন করা হয়, যে তথ্যটি সঠিক নয়। এর প্রেক্ষিতে কোলা বাজার সমিতির সভাপতি ডা. মোঃ জব্বার মিয়া স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র প্রতিবাদ লিপির সাথে সংযুক্ত করা হয়েছে। এদিকে গত ২২ ডিসেম্বর ২০২৩ মাদরাসার কমিটির সম্মুখে পঠিত হিসাব অনুযায়ী মাদরাসার কাজে আমার অতিরিক্তি ব্যয় ৬৯,৮০৯ টাকা হিসাব সমন্বয় হয় নাই।

তিনি আরও জানান, গত ৭ মার্চ উদয়পুর মাদরাসার মাহফিল উপলক্ষে কালেকশনের কিছু টাকার হিসেব দেয়নাই ওই মাদরাসার মুহতামিম তরিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ সহিদ মিয়া এবং কার্য নির্বাহী সদস্য উবায়েদ সেখ। ওই হিসাব সংক্রান্ত ০৮ নং বসন্তপুর ইউনিয়ন পরিষদের শালিশী আদালতের মধ্যতস্থতায় চেয়ারম্যান মহোদয় ০৪/০৬/২০২৪ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কোনো প্রকার হিসাব বুঝিয়ে দেয়নি মাদরাসা কর্তৃপক্ষ।

প্রতিবেদকের বক্তব্য:

ভোরের জানালা পত্রিকার অনলাইনে প্রকাশিত ‘রাজবাড়ীতে উদয়পুর হাফিজিয়া কওমী মাদরাসা বন্ধ করে দেয়াসহ দুর্নীতির অভিযোগ! (পর্ব-১)’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বটি মাদরাসা সাবেক সভাপতি রাজু আহমেদ প্রকাশ রাজু মোল্লা সহ মাদরাসা সংশ্লিষ্ট এবং স্থানীয়দের বক্তব্য নিয়ে প্রকাশ করা হয়েছে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »