২০ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় টিকে থাকতেই আবারও উপদেষ্টার নিয়োগ!

1 min read

ইসমাইল সরদারঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তত তিন থেকে পাঁচ বছর থাকার চেষ্টা করবেন। কেননা উল্লেখযোগ্য দেশের পরিবর্তন না এনে, ক্ষমতা হস্তান্তর করবেন না তিনি। কারণ চলমান পরিস্থিতি উন্নত করতে না পারলে ইমেজ সংকটে পড়তে হবে ড. ইউনূসের সরকারকে। তাই এমনটা হতে পারে, দীর্ঘমেয়াদী সরকার গঠনের জন্য নতুন ছয় উপদেষ্টা নিয়োগ দেয়া।

তবে, এখানে চাপের কিছু বিষয় লক্ষণীয়। উল্লেখযোগ্য বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রণ করতে না পারলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা অর্জনে ব্যর্থ হলে ঘটতে পারে বিপত্তি। তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে চাপ মোকাবিলা। কেননা অধিকাংশ রাজনৈতিক দলগুলো চাচ্ছে সুষ্ঠু নির্বাচন।

এদিকে, সাধারণ মানুষ চাচ্ছে স্বাভাবিক সুন্দর পরিস্থিতি। এর জন্য দ্রুত নির্বাচন চায় না তারা। কেননা নির্বাচনে আগে পরে অর্থনীতির ভারসাম্য রক্ষা করা কঠিন ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সকল বিষয় মাথায় রেখেই হয়তো অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধি করতে পারে প্রধান উপদেষ্টা।

তাছাড়া ড. ইউনূস তার রাজনৈতিক দল নাগরিক শক্তি অথবা শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ব্যানারে একটি দল গঠন করতে পারেন। এর জন্য ইউনূসকে তরুণ প্রজন্মের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে। এই জন্য আগামীতে সরকারের প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের জন্য নানান সুযোগ সুবিধা ঘোষণা করতে পারেন। যাতে করে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে তরুণদের।
তবে এখানেও সমতা ভারসাম্য রক্ষা করতে হবে। কেননা প্রবীণ অনেক ভোটাররা বিএনপি – জামায়াতের সমর্থক।

আবার এটাও সত্যিই যে, দেশের সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আতংক বিরাজ করছে পরিচিত রাজনৈতিক দলগুলো নিয়ে। তারা ক্ষমতায় এসে, অস্থিরতা সৃষ্টি করবে না তো! এমন প্রশ্ন আওয়ামী লীগ সরকারের লুটপাট ও দূর্নীতির কারণেই তৈরি হয়েছে বলে দায়ী করা যায়। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আগ্রহ বেশি। তবে চলমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. ইউনূস কতটা প্রস্তুত তা নির্ভর করছে সাধারণ মানুষের উপর। উল্লেখ্য আগামী তিন মাসের মধ্যে চলমান পরিস্থিতির উন্নতি করা গেলে টিকে থাকার জন্য সমর্থন পাবেন ইউনূসের সরকার।

মতামতঃ ইসমাইল সরদার

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »