১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবিদ্বারে সুদের টাকা আদায়ে বৃদ্ধ দম্পতির উপর হামলা

1 min read

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে সুদের টাকা আদায়ে ব্যার্থ হয়ে এক বৃদ্ধ দম্পতির উপর হামলা ও মারধরের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভোক্তভোগী ঐ পরিবার৷

থানায় লিখিত এজাহার সুত্রে জানা যায়,গত (১৩-০৮-২০২৪) সকাল এগারোটা সময় ঐ গ্রামের সত্তর বছরের বৃদ্ধ মোঃ ফজলুর রহমান ও তার স্ত্রীর ষাট বছরের বয়স্ক বৃদ্ধা মোসাঃ বকুল বেগম গত দুই বছর আগে, প্রতি বছর ত্রিশ হাজার টাকা সুদের বিনিময়ে একলক্ষ টাকা আনে একই এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ শরীফ(৪০) নিকট থেকে,কিছু পরিশোধ করার পর বাকী ষাট হাজার টাকা দেওয়ার সময় ফজলুর রহমান ষ্টাম্প পেপার ফেরত চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোঃ শরীফ এলোপাতাড়ি মারধর স্বামী স্ত্রী উভয় কে করে আহত করলে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক পিরোজপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, সরকারী কোনো অনুমতি ছাড়া গ্রামে ছড়িয়ে পরেছে সুদের কারবার,তাদের কারবারে অতিষ্ঠ গ্রামের অতি দ্রারিদ্র মানুষ গুলো৷ টাকা যদি পাওনা থাকে নিবে,কিন্তু প্রকাশ্যে দুইজন জনপ্রতিনিধির উপস্থিতি’তে বৃদ্ধ মানুষের উপর এই ধরনের মারধর করা করা মোটেও ঠিক হয়নি,এটা অন্যায়৷ এই রকম ঘটনার যাতে গ্রামে আর না ঘটে আমরা গ্রাম বাসী দৃষ্টান্ত শাস্থি দাবী করছি।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মোঃ ইদ্দিস মিয়ার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
ফজলুর রহমান এর আগে দুই বার স্টাম্প পেপার ছিড়েছে, যার কারনে লেনদেনের আগে তাকে স্টাম্প পেপার দেওয়া হয়নি৷ শরীফ মেজাজ হারিয়ে মারধর করেছে এটা সত্যি৷ আমরা স্থানীয় ভাবে মিশাংসা করার চেষ্টা করেছি৷

অভিযুক্ত শরীফের কাছে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওনি আমার আপন চাচা৷ আমার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু এখনো দেই নি৷ সামান্য বাকবিতন্ডা, তেমন কিছু না৷
অন্যদিকে ভুক্তভোগী ফজলুর রহমান বলেন, দীর্ঘ ২ বছর সুদের টাকা পরিশোধ করে আসছি। আমার ভাতিজা শরীফের স্ত্রীর আমার স্ত্রীর কাছে টাকা সুদে লাগিয়ে দেওয়ার অনুরোধ করেছিল৷ তারই প্রেক্ষিতে আমার স্ত্রীর জিম্মায় অন্য আরেকজন কে এই টাকা দেই৷ সে পালিয়ে গেলে, আমার স্ত্রীর জিম্মার কারনে দীর্ঘদিন যাবত ঐ টাকা সুদে আসলে পরিশোধ করে আসছি। ঐ দিন টাকা দেওয়ার সময় আমি স্টাম্প পেপার কেন চাইলাম! এই অপরাধ আমাকে এবং আমার স্ত্রী’কে এলোপাতাড়ি মারধর করে শরীফ৷ ঐ ঘটনার পর, বাড়ীতে আমি একা থাকার সুযোগে বিভিন্ন সময় আমাকে মারধরের হুমকী দিয়ে যাচ্ছে৷ আমি আইনের কাছে আশ্রয় চেয়েছি, আমার এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে বিচার চাই।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া বলেন, বৃদ্ধ দম্পতিকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বৃদ্ধ দম্পতিকে মারধর ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »