১৯ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবিদ্বারে পহেলা অক্টোবর থেকে চলছে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি

1 min read

মোহাম্মদ ছাইফুল ইসলাম, দেবিদ্বার (কুমিল্লা):

গত পহেলা অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে পিপিআর টিকাদান কর্মসূচির ২য় ডোজ দেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। ছাগল-ভেড়ার ভাইরাসজনিত এই মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২ম সংশোধিত) আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূল কার্যক্রম-২০২৪ এর কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

দেবিদ্বার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুল হক জানান, পিপিআর ছাগল ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা গিয়েছে। এই রোগে আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ হতে পারে।

তাছাড়া, প্রজনন ক্ষমতা কমে যায়, চিকিৎসা খরচ বেশী, উৎপাদনশীলতা কমে যায় ফলে সামগ্রিক ক্ষতির পরিমান অনেক বেশী। আর্ন্তজাতিক প্রাণিস্বাস্থ্য সংস্থা (WHO) ২০৩০ সালের মধ্যে বিশ্বকে পিপিআরমুক্ত/নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরে “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” গ্রহণ পূর্বক বাস্তবায়ন করে হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম গ্রহন করা হয়েছে।

প্রকল্প সংস্থান অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ১ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজস্ব/প্রকল্প/বেসরকারী স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম গঠন করে এই টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করবেন। পহেলা অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

এদিকে দেবিদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের জন্য ৩জন করে টিকা কার্যক্রম পরিচালনাকারীর কমিটির মাধ্যমে কার্যক্রম চলমান আছে।

এছাড়া ছাগল ও ভেড়া পালনকারীসহ সংশ্লিষ্ট সকলকে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুল হক।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »