১৩ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণ্যাঢ্য র‍্যালি

1 min read

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই দিন বিকেল ৩টায় তারা এ শোভাযাত্রা করে। এতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা ছাড়াও ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ করেন।

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া বর্ন্যাঢ্য শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বক্তব্যে তারেক রহমান বলেন সবাইকে সতর্ক থাকতে হবে গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেকে নেই, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে ও প্রশাসনে এখনও সক্রিয়, কিন্তু এই সরকারকে কোনো ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শেষ হওয়ার পর বিকাল ৩ টার পরে নয়াপল্টন থেকে শুরু করে শোভাযাত্রা টি মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবন এলাকায় গিয়ে সন্ধ্যা ৭টার পরে শোভাযাত্রাটির শেষ হয়।

বিএনপির সকল অঙ্গ সংগঠন সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসময় ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান মজুমদার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রায় উপস্থিত হন, হান্নান মজুমদারের সাবেক ইউনিট হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ২নং সদস্য দিদারুল ইসলাম এর নেতৃত্বে কলেজের নেতাকর্মীসহ শোভাযাত্রায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »