কানুনগো আবু হানিফের ঘুষ দুর্নীতি আর অভিনব বাণিজ্য
1 min readসিনিয়র ক্রাইম রিপোর্টার :
মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলা ভূমি অফিসে এখন চলছে ভারপ্রাপ্ত কানুনগো মোঃ আবু হানিফ এর রমরমা ঘুষ দূর্নীতি আর অভিনব বাণিজ্য। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল। রহস্যজনক কারণে কর্তৃপক্ষও নিশ্চুপ। নামজারী, এপি, ভিপি, এলএ, পেরীফেরীভূক্ত, ফিরনিবাস, হাট চাঁদনী, জলমহাল, বালু মহাল বরাদ্দ নবায়ন আর জমির তদন্ত রিপোর্টের নামেও চলছে কানুনগো আবু হানিফ এর বেশুমার নগ্ন বাণিজ্য।এই অফিসকে ঘিরে কানুনগোর সৃষ্ট সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের কারণে এই ভূমি অফিস এখন পরিণত হয়েছে তাঁর বেশুমার ঘুষ দুর্নীতি আর লুটপাট বাণিজ্যের অভয়ারণ্যে।।
আবু হানিফ কিছুদিন পূর্বেও এই অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।৷ তখনো যে তিনি দুধে ধোয়া তুলশী পাতা ছিলেন, এমনটা নয়। কিন্তু সদ্য বিদায়ী কানুনগো শামসুদ দোহা অবসরে যাওয়ায় এবং কানুনগো না থাকায় আবু হানিফ ভারপ্রাপ্ত কানুনগো হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পায়। আর এতে করে আবু হানিফ যেনো পরশপাথরের খোঁজ পেয়ে যান। দুহাতে আরো বেশি বেশি টাকা কামাতে থাকেন।
এতে ব্যক্তিগতভাবে কানুনগো আবু হানিফ লাভবান হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।।
এছাড়া বিতাড়িত শেখ হাসিনা সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনামলে আবু হানিফ তার কর্মস্থলগুলোতে নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে এবং নিজেকে৷ সাবেক ছাত্রলীগ নেতা ও শেখ হাসিনার কাছের মানুষ পরিচয় দিয়ে নামে বেনামে গড়েছেন টাকার পাহাড়।
তাঁর এসব অবৈধ ঘুষ বাণিজ্য বন্ধে তাঁকে এই অফিস থেকে অপসারণ ও তাঁর অবৈধ সম্পদের খোঁজ তল্লাশী নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উর্ধতন কর্তৃপক্ষ সহ দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে বিস্তারিত পড়ুন আগামীকাল থেকে দৈনিক দেশবাংলা ও ক্রাইম নিউজ টোয়েন্টিফোরে।
বি: দ্র্: তিনপর্বের এই ধারাবাহিক রিপোর্টের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে আপনার বক্তব্য আজ অতিসত্বর জানাবেন বলে আশাকরি।