রাজৈরে পুর্ব শত্রুতার জেরে নারীসহ সংঘর্ষে আহত-৩ আদালতে মামলা”আসামীদের বিরুদ্ধে সমন
1 min readমাদারীপুর প্রতিনিধি–
মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব মজুমদার কান্দি শানের পাড় এলাকার আব্বাস শেখ ও তার স্ত্রী মোসা- নাছিমা বেগমের উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৫জন কে আসামি করে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর মেয়ে শিখা আক্তার।রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ টার সময় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত উপজেলার পূর্ব মজুমদার কান্দি শানের পাড় এলাকার জাকির ফকির ও নুর শেখের সাথে আব্বাস শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত (৩ নভেম্বর) রবিবার সকালে ডিস লাইন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত নুরু শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আতর্কিত হামলা চালায়।
হামলা চালিয়ে আব্বাস শেখ ও তার স্ত্রী মোসা- নাছিমা বেগমকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।এবিষয়ে ভুক্তভোগী আব্বাস শেখের মেয়ে মোসা-শিখা আক্তার বাদী হয়ে মাদারীপুর জেলা জজ আদালতে পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন (নোটিশ) জারি করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রবিবার সকাল অনুমান ১০ টার সময় আসামীরা বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া ধারালো অস্ত্র-সন্ত্রে সজ্জিত হয়ে,ছেনদা, রামদা, লোহার রড, হাতুরী, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠিসহ প্রাণ নাশক অস্ত্র-সন্ত্র নিয়ে আব্বাস শেখ ও তার পরিবারের উপরে হামলা চালায়।
এবিষয়ে ভুক্তভোগী আব্বাস শেখের মেয়ে শিখা আক্তার বলেন, অভিযুক্তরা আমার বাবাকে মারধর করার সময় আমার মা নাছিমা বেগম, বাবাকে রক্ষা করতে গেলে, ১নং আসামী মোঃ জাকির হোসেন ফকির (৪২) এর হুকুমে অন্যান্য আসামীরা আমার মাতা পিতাসহ পরিবারের সবাইকে খুন করার চেষ্টা করে। ২নং আসামী নুরু শেখের হাতে থাকা ধারালো ছেনদা দিয়া আমার মায়ের মাথার তালুর উপর কোপ মারিয়া মারাত্মক রক্তাক্ত হাড়কাটা জখম হয়।
৩নং আসামী বাচ্চু ফকিরের হাতে থাকা লোহার হাতুরী দিয়া আমার মায়ের পায়ের হাটুর নিচে বারি মারিয়া হাড়ভাঙ্গা জখম করিয়াছে। ৪নং আসামী রবেলা বেগম হাতুরী দিয়া আমার মায়ের নাকের উপর বারি দিয়া হাড় ভাঙ্গা জখম হয়। এছাড়াও আসামীরা আমার বাবার ঘড়বাড়ি কোপাইয়া পিটাইয়া ভাঙচুর করিয়া ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করো নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন ও নুরু শেখের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সাথে যোগাযোগ করা যায় নাই।।