১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

ঠাকুরগাঁও জেলা পরিষদের উপ-নির্বাচনে এস.এম.এ মঈনের মনোনয়ন বাতিল!

1 min read

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএমএ মঈন এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএমএ মঈন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। যাচাই-বাছাইয়ে ৩ জনের মধ্যে ব্যাংকে ঋণখেলাপির দায়ে এসএমএ মঈন এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ নির্বাচনে এখন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। ভোটাররা প্রত্যেককে জনপ্রতিনিধি অর্থাৎ ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, ৩টি পৌরসভার মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »