১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবীদ্বার সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে ১০ গ্রামের সংযোগ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

1 min read

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অর্থায়নে ১৭ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে দেবীদ্বার উপজেলা সদর থেকে ‘দুলালপুর’ জিসি ভায়া ‘আবদুল্লাহপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বুধবার বিকেলে দেবীদ্বার থানার গেইট এলাকায় ওই সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন করেন ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এসড়ক উন্নয়ন হলে ওই এলাকার হাজার হাজার জনতার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ব অবদান সৃষ্টি হবে বলে স্থানীয়রা মনে করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ, মো. আলকাইয়ুম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনী প্রমুখ।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »