২০ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে পদন্নোতি জবি অধ্যাপক জহির উদ্দিন আরিফের!

1 min read

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জহির উদ্দিন আরিফ আবু গিফারী কলেজের ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে পদন্নোতি নিয়েছেন বলে অভিযোগ আসছে।

সরজমিনে গিয়ে দেখা যায় জহির উদ্দিন নামে এক ব্যক্তি প্রতি ক্লাস ২০০টাকার বিনিময়ে কিছু ক্লাস নিয়েছে বলা জানা যাই, এটাও জানা যাই মৌখিক কথার ভিত্তিতে ক্লাস নিতেন তিনি(আরিফ) ।

এ অভিজ্ঞতা দেখিয়ে নিয়েছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপকের পদ। নাম প্রকাশ না করার স্বর্তে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বলেন,জহির উদ্দিন আরিফ স্যার ক্লাসের শুরুতে শেখ হাসিনা ও আওয়ামীলীগের গুণ গান করে পার করতেন ক্লাসের বেশির সিংহাভাগ সময়ে।

খোজ খবর নিয়ে জানা যাই নিয়মিত ক্লাসে আসেন না ক্ষমতাসীন আরিফ । আরও অভিযোগ আসছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তার ঘনিষ্ঠ ব্যক্তি,সুযোগ পেলেই এ কথা শুনাতেন তিনি। প্রভাব খাটিয়ে দ্বিতীয় মেয়াদে বাগিয়ে নিয়েছেন চেয়ারম্যানের পোস্ট।

মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ সে (আরিফ) চেয়ারম্যান থাকা অবস্থায় এক সেমিস্টারে সময় পার করেছে ১বছর। চলমান সেমিস্টারেও ৮ মাস হয়ে যাওয়ার পরও পরীক্ষা না নিয়ে পরীক্ষা কমিটির উপর দোষ চাপাচ্ছেন।

এ বিষয়ে জানার জন্য ডিপার্টমেন্টে খবর নিলে জানতে পারি তিনি অনেক দিন ধরে অনুপস্থিত, মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ চেষ্টা করলে তিনি কথা বলতে আগ্রহী নয়।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »