১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

মানুষ গড়ার কারিগর জবি অধ্যাপক ড. ইমরানুল হক

1 min read

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইমরানুল হক ফেনী জেলার সোনাগাজীতে ১৯৮১ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। ফেনীর সোনাগাজী পশ্চিম চরদরবেশ প্রাথমিক বিদ্যালয় হতে প্রাইমারি শিক্ষা সম্পন্নের পর নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক শেষ করার পর, ঢাকার নটরডেম কলেজে ভর্তি হন।

এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে ভর্তি হন। মার্কেটিং বিভাগ থেকে ২০০৫ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ সম্পন্ন করেন। এরপর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি হতে শিক্ষকতা জীবন শুরু করেন। এর পূর্বে কয়েকটি নামকরা দেশী কোম্পানীতে কাজ করেন। অধ্যাপক ড. ইমরানুল হক ২৭তম বিবিএসে ইনফরমেশন ক্যাডার সুপারিশপ্রাপ্ত হলেও শিক্ষকতা পেশাকে বেছে নেন। তিনি ০৫ জুলাই ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

প্রভাষক থাকা অবস্থায় অধ্যাপক ড. ইমরানুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক কাউন্সিলের সদস্য হিসাবে স্থান লাভ করেন। ২০১০ সালে ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশিপ নিয়ে ডেনমার্ক থেকে “ইনোভেশন এবং অন্টাপ্রিনিয়রশীপ” এর উপর দ্বিতীয় মাস্টাস ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৬ সাল হতে ২০২০ সাল পর্যন্ত ডেনমার্কের অলবোগ ইউনিভাসিটি হতে কৃতিত্বের সাথে পিএইচ.ডি ডিগ্রী সম্পন্ন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ২০০৭ সালে প্রভাষক হিসেবে যোগদানের পর হতে ২০১০ সালে সহকারী অধ্যাপক, ২০১৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।

অধ্যাপক ড. ইমরানুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে আঠারো (১৮) বছর ধরে শিক্ষকতা করছেন। শিক্ষাকতার পাশাপাশি তিনি গবেষণাকে সমানভাবে প্রাধান্য দিয়েছেন। তিনি চল্লিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ পিয়ার রিভিউ জার্নাল প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি দশটিরও অধিক কনফারেন্স পেপার প্রকাশ করেন। অধ্যাপক ড. ইমরানুল হক সিঙ্গাপুর, ইউকে, ডেনমার্ক, তুরস্ক ও কানাডাসহ বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স পেপার প্রেজেন্ট করেন। তিনি সিনিয়র রিসার্চার হিসেবে দুটি আন্তর্জাতিক রিসার্চ প্রজেক্ট করেন এবং বর্তমানে দুটি আন্তর্জাতিক রিসার্চ প্রজেক্টে যুক্ত আছেন। তিনি ইউরোপ ও এশিয়ার পনেরটিরও বেশি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিজিট করেছেন।

বর্তমানে অধ্যাপক ড. ইমরানুল হক এর-এর তত্ত্বাবধানে তিন (তিন) জন পিএইচ.ডি শিক্ষার্থী গবেষণা করছেন। অধ্যাপক ড. ইমনানুল হক বাংলাদেশ ইউনিভাসিটি আব প্রফেশনালের এম.ফিল ও পিএইচ.ডি বোর্ডের একজন এক্সপার্ট মেম্বার। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগবোর্ডে মেম্বার হিসেবে ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে তাঁর ২০-এর অধিক গবেষণা প্রবন্ধ (Scpus Indexed) স্তূপাক্ষক ইনডেক্সড জার্নালে প্রকাশ করেন। এছাড়াও ১০-এর অধিক আটিকেল বিভিন্ন ইনডেক্সড জার্নালে রিভিউ পর্যায়ে আছে।

বর্তমানে অধ্যাপক ড. ইমরানুল হক শিক্ষকতা ও বিভিন্ন গবেষণার পাশাপাশি মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রেগ্রামের ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »