আজিজুল ইসলাম যুবরাজঃ
সোমবার (২৪ জুন) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ভিত্তিতে র্যাব-১০ এর সদস্যরা।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, সোমবার (২৪ জুন) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড়স্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ৫ জন চাঁদাবাজকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ আবু হানিফ, মোঃ আবুল বাশার, মোঃ জসিম খান, মোঃ ইসমাইল হোসেন জনি, মোঃ আকাশ৷ এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ- ৫,৮০০/- টাকা ও ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এছাড়া, র্যাব-১০ এর আরেকটি আভিযানিক দল একই দিন যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ২ জন চাঁদাবাজকে আটক করে।
আটককৃতরা হলেন- মোঃ ইউসুফ বেপারী, রাসেল। এ সময় তাদের কাছ থেকে চাঁদার নগদ ৩,৩৯০/- টাকা এবং ২টি কাঠের লাঠি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান রিয়াদ
প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, সাধারণ বীমা ভবন, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০।
হট লাইনঃ +880 1568 945 305