১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

এ্যাডভান্স হোম রেইনবো ভবন মালিক রুনু মাদকাসক্ত হয়ে আন্দোলনরত ছাত্রদের নির্যাতনের তথ্য ফাস

1 min read

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র আন্দোলনের ১৬ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত নদ্দার রেইনবো টাওয়ার ছিল ছাত্র নির্যাতনের কসাইখানা। জিএম মতিউর রহমানের নির্দেশে পেটুয়া বাহিনী মেইন রাস্তা থেকে আন্দোলনকারী ছাত্রদের আচমকা ধরে এনে চার তলার অফিসকক্ষে নিয়ে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হতো। এ ভাবে অর্ধশতাধিক ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটিয়ে মূল হোতা মতিউর এখন লাপাত্তা হয়েছেন। বিল্ডিং মালিক রুনু আওয়ামীলীগের ডোনার হিসেবে পরিচিত।

বিল্ডিং মালিকের সাথে থাকা চুক্তিপত্রের তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখল করে রেখেছে একাধিক ফ্লাট। নিজে চেয়ারম্যান হয়ে খুলেছে ইউনিক গিফট ফাউন্ডেশন, এর মাধ্যমে একটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা করে আসছেন। শিক্ষা কিংবা সেবার নামে শিশুদের নির্যাতন করাই ছিলো এর মূল উদ্দেশ্য। শিক্ষকদের দিতেন না নিয়মিত ভাতা।

অনুসন্ধানে জানাযায়, রেইনবো এ্যাডভান্স ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান রুনু সবসময় মাদকাসক্ত হয়ে থাকতেন। যাকে তাকে যেমন ইচ্ছা গালাগালি করতেন। এছাড়াও তার স্বামী না থাকার কারোনে একাধিক পুরুষের সাথে অবাধ মেলামেশার গুঞ্জন শোনা যায়। তার বাসায় প্রাই ছেলে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠতেন বলে জানাযায়।

তার ভাই ব্যাংক কর্তা হওয়ায় বিভিন্ন লোন পাস করে টাকা উত্তোলন করে পরিশোধ করতেন না। আওয়ামীলীগের ও তার বোন রুনুর প্রভাব খাটিয়া দাপটের সাথে চলতেন। থাকতেন এ্যাডভান্স রেইনবো বাড়ির দুইটি ফ্লাটনদখল করে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যা আগামী পর্বে প্রকাশ করা হবে…..

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »