ডাসারে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ আহত-৩ থানায় মামলা গ্রেফতার-১
1 min readমাদারীপুর প্রতিনিধি–
পূর্ব মাইজপাড়া এলাকার একেই বংশের জাহাঙ্গীর হাওলাদার ও বিএনপি নেতা সোহেল হাওলাদার ও ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ওয়াসিম হাওলাদারদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার বিএনপি নেতা সোহেল হাওলাদার,ইউপি সদস্য নাছিম হাওলাদার (ওয়াসিম) ও প্রতিপক্ষ জাহাঙ্গীর হাওলাদারদের মধ্যে হামলার ঘটনায় উভয় পক্ষের তিন জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,আহত নাছিম হাওলাদার ওয়াসিম ও সোহেল হাওলাদার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত্যু আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
আহত সোহেল হাওলাদার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তার ছোট ভাই নাছিম হাওলাদার (ওয়াসিম) কাজীবাকাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এর দায়ীত্বে রয়েছেন।
হামলায় আহত বিএনপি নেতা সোহেল হাওলাদার ও ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, প্রতিপক্ষ তোতা হাওলাদার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার বিষয়ে ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করেছেন,মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার বিষয়ে আসামী করা হয়েছে কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত্যু হাসেম হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মৃত্যু ছত্তার হাওলাদার মন্টুর ছেলে ইদ্রিস হাওলাদার, সিদ্দিক হাওলাদার,তোতা হাওলাদার, শহীদ হাওলাদার,মৃত্যু আলমগীর হাওলাদার এর ছেলে সম্রাট হাওলাদার, যুবরাজ হাওলাদার,তোতা হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার।
বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায় আসামীদের সাথে বাদী পক্ষের পূর্ব শত্রুতা থাকায় বিভিন্ন সময় আসমীরা তাদেরকে বিভিন্ন রকম ক্ষয়- ক্ষতি করার চেষ্টা করিয়া আসিতেছে।
ঘটনার দিন (৮ নভেম্বর) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাদী পক্ষের মৎস্য ঘেরের কাজে নিয়োজিত শ্রমিক একই এলাকার ইউনুস সরদারের ছেলে রেজাউল সরদার,কাজের উদ্দেশ্যে বাদীর বাড়িতে যাওয়ার পথে উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার সালাম হাওলাদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্র পূর্ব পরিকল্পিত ভাবে আসামীরা তাকে
অখ্যাত ভাষায় গালি-গালাজ করিতে থাকে।
এসময় রেজাউল সরদার ঘটনার বিষয় মামলার বাদীকে জানাইলে বাদী ঘটনাস্থলে দ্রুত আসিয়া আসামীদের গালি-গালাজ করিতে নিষেধ করেন। এজাহারে উল্লেখিত ১নং আসামী মোঃ জাহাঙ্গীর হাওলাদার অন্যান্য আসামীদের হুকুম দিয়া বলে যে, ওদের কোপাইয়া পিটায়া খুন করিয়া ফেল।
উক্ত হুকুম পাওয়ার সাথে সাথে ২নং আসামী তাহার হাতে থাকা ধারালো ছেনদা দিয়া খুন করার উদ্দেশ্যে মামলার বাদী ওয়াসিম এর মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ বাদীর ডান হাতে লাগিয়া হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়।এছাড়াও আসামীরা বাদী পক্ষের অন্যান্যদেরকে এলোপাথাড়ীভাবে পিটাইয়া কোপাইয়া জখম করেন।
এসময় বাদীর ডাক-চিৎকার শুনিয়া রক্ষা করার জন্য বড় ভাই সোহেল হাওলাদার আগাইয়া আসিলে আসামীরা তাকে খুন করার উদ্দেশ্য লোহার রড দিয়ে মাথার উপরে বাড়ি মারিয়া হাড়ভাঙ্গা রক্তাক্ত যখন করে।
এবিষয়ে ভুক্তভোগী সোহেল হাওলাদার সাংবাদিকদের বলেন,আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী,ইয়াবা ব্যবসায়ী ও ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর, আমি এই সন্ত্রাসী হামলার ন্যায় বিচার দাবি করছি।
ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপরে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, আমি এই সন্ত্রাসী হামলার বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত তোতা হাওলাদারের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আয়শা মনি বলেন,আমার ভাই,বাবা চাচাকে তারা পিটিয়ে আহত করেছে, আমার বাবা এখন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই হামলার বিচার চাই।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-্ মোঃ মাহামুদ- উল- হাসান বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ইদ্রিস হাওলাদার নামের একজনক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।