১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রাজধানীতে জলাবদ্ধতা যেন মিনি কক্সবাজারের অনুরুপ!

1 min read

আজিজুল ইসলাম যুবরাজঃ

রাজধানীতে গতকাল সকালে একটানা মুষলধারে বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীবাসী বলছে এর আগে এমন জলাবদ্ধতা তারা দেখে নি। 

রাজধানীতে শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে রাজধানী ঢাকাতে সৃষ্ট জলাবদ্ধতা কমে নি এখনো। 

রাজধানীর দয়াগঞ্জ, নিউ মার্কেট, ঢাকেশ্বরী-বকশীবাজার রোড, চানখারপুল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ একাধিক এলাকায় প্রায় হাটু সমান পানিতে ডুবে রয়েছে। এতে এসব এলাকার জনসাধারণ পড়েছে ভোগান্তিতে।

জনগণ ফুটপাত দিয়েও হাটতে ভয় পাচ্ছেন, কেননা ফুটপাতে রয়েছে বড় বড় গর্ত। কয়েকজন পথচারী জানান, রাজধানীতে এমন জলাবদ্ধতা আমরা আগে দেখি নি। সারাদিন কেটে গেলেও এখন পর্যন্ত পানি নামে নি, আমরা ভয়ে ভয়ে পানির মধ্যে দিয়েই হেটে চলেছি। যেকোন সময় যেকোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

এদিকে জলাবদ্ধতায় ঘেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা বোর্ড। পানি জমে আছে হাটু সমান, এলাকার জনসাধারণ পড়েছে চরম ভোগান্তিতে।

সকল প্রকার যানবাহন-পরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঠিকানা একপ্রেস বাসের একজন চালক বলেন, পানির মধ্য দিয়ে গাড়ি চলাচলে ব্রেক করতে সমস্যা হয় এবং খানা-গর্ত দেখা যায় না। এতে যেকোন সময় বড় ধরণের বিপদ ঘটতে পারে বলেও জানান তিনি।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »