১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

দেবিদ্বারে ‘শয়তানের নিঃশ্বাসের’ কবলে পরে লাখ টাকার স্বর্ণালঙ্কার হারালেন প্রবাসীর স্ত্রী (ভিডিও)

1 min read

তোফায়েল আহমেদ :

কুমিল্লার দেবিদ্বারে শয়তানের নিঃশ্বাসের কবলে পরে স্বর্ণ-গহনা আর নগদ অর্থ হারালেন রুজিনা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী। ওই ঘটনার সিসি ক্যামেরায় ধারনকৃত একটি ফুটেজও হাতে পেয়েছে টিভি টুয়েন্টি ওয়ান।

রুজিনা আক্তার দেবিদ্বার উপজেলার দক্ষিণ পোনরা আমজাদের বাড়ীর সৌদি প্রবাসী মোঃ মহিন উদ্দিন এর স্ত্রী। ছেলে-মেয়েকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে উপজেলার পৌর গোমতী এলাকার ভাড়া বাসায় বসবাস করেন তিনি।

জানাযায়, গত রোববার ২৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় বাজার করতে যান রুজিনা আক্তার। বাজার করে বাসায় ফেরার পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হঠাৎ করে দুজন যুবক পথ আটকে কিছু একটা জিজ্ঞেস করে। এর পর থেকে আর কিছুই বুঝে উঠতে পাছিলো না রুজিনা। উপজেলা পোষ্ট অফিসের পাশের একটি গলিতে নিয়ে গিয়ে তার কাছ থেকে গলায় থাকা প্রায় ৭০,০০০ টাকা মূল্যের ১২ আনা সোনার চেইন, কানে থাকা ২০,০০০ টাকা মূল্যের সোনার গহনা এবং হাতে থাকা বেনিটি ব্যাগ থেকে খুচরা চার-পাঁচ শত টাকা নিয়ে যায়। পরে নিউ মার্কেট এলাকার বিভিন্ন স্থানে উন্মাদের মতো এদিক সেদিক ছুটাছুঁটি করতে দেখে পরিচিত একজন তাকে বাসায় পৌঁছে দেন।

এদিকে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়া বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। ভোক্তভুগী যদি অভিযোগ দায়ের করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের ধারণা, প্রতারক চক্রের সদস্যরা এই কাজে যে কেমিক্যালটি ব্যবহার করছে, তার নাম ‘স্কোপোলামিন’, যা হায়োসিন বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। কলম্বিয়ায় স্কোপোলামিনকে ‘ডেবিল ব্রেদ’ নামেও ডাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দাদের কাছ থেকে গোপন তথ্য বের করতে এটি ব্যবহার করা হতো।

ইদানিং কালে প্রকাশ্যেই সাধারণ মানুষকে টার্গেট করে এ ধরনের কেমিক্যালের (শয়তানের নিঃশ্বাস) মাধ্যমে মানুষের মস্তিষ্ককে সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। তারপর হাতিয়ে নিচ্ছে স্বর্ণ, টাকাসহ মূল্যবান জিনিসপত্র। রাজধানী থেকে বিভাগীয়, জেলা শহর, এমনকি উপজেলা ও গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়ছে শয়তানের নিঃশ্বাসের এ প্রতারক চক্র।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »