৮ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

গাজায় ২১ হাজার শিশু নিখোঁজ!

1 min read

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে। তাদের খুঁজতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের জেরে এই ২১ হাজার শিশু হারিয়ে গেছে, উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত রয়েছে। সেভ দ্য চিলড্রেনের প্যালেস্টাইনের মহাপরিচালক খালেদ কুজমার আল জাজিরাকে জানিয়েছে, গাজায় শিশুদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংসতা দেখানো হয়েছে।

এটা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, উপত্যকাটিতে ইসরাইলি গণহত্যার সবচেয়ে চরম মূল্য দিতে হচ্ছে গাজার শিশুদের। এই পরিস্থিতিকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও জানিয়েছেন খালেদ কুজমার।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »