এম.জে.এ মামুন
পহেলা জানুয়ারী ২০২০ দেবিদ্বার উপজেলার এগারগ্রাম সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
বুধবার সকাল-১০:০০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে উক্ত স্কুলের সভাপতি মোঃ আবদুল লতিফ মাষ্টার বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন, “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় স্কুলের শিক্ষার্থী সকল কোমলমতি শিশুদের বিনামূল্যে নতুন বই বিতরনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক শ্রী গকুল চন্দ্র সূত্রধর, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শ্রী নারায়ন শুক্ল দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী গোলাম রাব্বানী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।