বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আসন্ন “মুজিববর্ষ” উদযাপন এর কর্মসূচি নির্ধারণের জন্য বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার দুপুরে আইন অনুষদ ক্যাফেটেরিয়াতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আহমদ নূরে সাদী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানভীর কায়সার অনিন্দ্য।
সভাপতির বক্তব্যে আহমদ নূরে সাদী বলেন “সারা দেশব্যাপী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন হবে। সেই উপলক্ষে আমরাও বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। সেই লক্ষেই আমাদের আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।”
বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয় উক্ত মতবিনিময় সভায়।বঙ্গবন্ধুর জীবনী ও তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান,রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ কুইজ,বৃক্ষরোপণ কর্মসূচি, ব্লাড গ্রুপ সিলেকশন, লিগেল এওয়ারনেস প্রোগ্রাম সহ আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।এই সকল অনুষ্ঠান গুলো পুরো মুজিববর্ষ জুড়ে বিভিন্ন মাসে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সংগঠনটির সভাপতি আহমদ নূরে সাদী।
উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি রিপন সরকার,ইয়াসিন আরাফাত,জিসান আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খন্দকার,সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বীসহ অন্যান্য নেতা-কর্মী বৃন্দ।এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকানুল আলমও বক্তব্য রাখেন।