ডেক্স রিপোর্টার : আজ ৭ জানুয়ারী মঙ্গলবার ডনার কানাডিয়ান ফাউন্ডেশন (ডি সি এফ) টরেন্টো,কানাডা এর আর্থিক সহযোগিতায় বাঘা উপজেলার হরিরামপুরে হেলথ এন্ড এডুকেশন প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর শওকত আলী। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসদুদ রহমান(প্রজেক্ট কন্ট্রোলার), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান (প্রজেক্ট চেয়ারম্যান), সভানেত্রী মোসা : রওশন আরা খাতুন (চেয়ারম্যান HDMBS), প্রধান নির্বাহী মোঃ মীর শওকত আলী (প্রধান সমন্বয়কারী HDMBS), সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ রেজাউল হক রেন্টু (প্রভাষক রাওথা কলেজ) এবং হেলথ এন্ড এডুকেশন প্রজেক্টের কর্মী প্রমুখ । এই প্রকল্পের বাস্তবায়ন করছেন হরিরামপুর দুঃস্থ মহিলা বহুমুখী সংস্থা (HDMBS)
প্রধান অতিথির বক্তব্যকালে প্রজেক্ট চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান কর্মীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন । তিনি বলেন হেলথ এন্ড এডুকেশন প্রজেক্টের মুলকর্মসুচি হলো খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করন, মৎস্য চাষ,পশু পালন,শিক্ষা,প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন ইত্যাদি আমাদের প্রতিটি উপজেলা ইউনিয়ের সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।