ডেস্ক রিপোর্টার : আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বাঘা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার’পুলিশ সপ্তাহের এ শ্লোগান সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সন্ত্রাস, মাদক নির্মুল, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৩টায় বাঘা থানা চত্বরে বাঘা থানার কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে।আলোচনা সভার প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘ জনতাই পুলিশ,পুলিশই জনতা’। জনতার পুলিশ হতে হলে তথ্য দিয়ে পুলিশকে জনতাকেও সহায়তা করতে হবে। তাহলে বিষয় ভিত্তিক আলোচনা স্বার্থক হবে। আইন শৃঙ্খলার উন্নতি হবে আর একই সাথে অপরাধ প্রবনতা কমে আসবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে পুলিশ-জনতা একসাথে কাজ করতে হবে।
সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, তিনি বলেন পুলিশ এখনো জনতার হতে পারেনি। কাজ বেশি করতে হয় বলে পুলিশের চাপও বেশি। তাই তাদেরও সেবার মনোভাব নিয়ে জনতার কাজ করতে হবে। সেজন্য সমাজের সচেতন মহলকে পুলিশের কাজে সহায়তার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল নুরে আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন ,রাজশাহী ডিআইজি রেঞ্জ কার্যালয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিপিও) আবদুর রহমান, পুলিশিং কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু,
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দেওয়ান, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মেরাজুল ইসলাম মেরাজ, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা , সাধারন সম্পাদক নুরুজ্জামান ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু । আরও
উপস্থিত ছিলেন, , উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, শফিকুর রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ রঞ্জু, সাইফুল ইসলাম প্রমুখ, সহ এলাকার সুধীজন।