মেহেদী হাসান রিয়াদ:
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জয়।
ক্লুলেস খুন মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন এবং অপরাধ দমন ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে সনদ গ্রহণ করছেন মো. নাজমুল হাসান জয়।
বুধবার সকাল ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ ও কল্যান সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নাজমুল হাসান এর হাতে সম্মাননা সনদ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান জয় জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ও থানার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরস্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।