মেহেদী হাসান রিয়াদঃ
আগামী ৭ই ফেব্রুয়ারী ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মোঃ জসিম উদ্দিন কে বিজয়ী করার লক্ষ্যে ধামতী উত্তর পাড়ায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
উঠান বৈঠকে ধামতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় ও মোঃ রহিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং ধামতী ইউপির নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, আশিয়ান ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউপি আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মোঃ রেহান উদ্দিন রেনু, মোঃ সুলতান খা পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জায়েদ চৌধুরী জুয়েল, মোঃ আব্দুল আউয়াল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সুলতান, মোঃ আব্দুল করিম, তাজ মন্দের বাড়ীর বিল্লাল হোসেন, জলিমন্দের বাড়ীর মোঃ বাবুল, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিনের ছেলে মোঃ সোহেল সরকার, মোঃ আব্দুর রহমান মুছা সহ স্থানীয় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সর্বসাধারণ সেখানে উপস্থিত ছিলেন।
এসময় ধামতী উত্তর পাড়া গ্রামের সর্বসাধারণ নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ জসিম উদ্দিনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়।