প্রেস বিজ্ঞপ্তিঃ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন’। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরীর অলোকার মোড়ে একটি রেস্তোরাঁয় এই সৌজন্য সাক্ষাৎ হয়। পত্রিকার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত করেন যমুনা প্রতিদিন’র বার্তা সম্পাদক আমানুল্লাহ আমান। সাক্ষাতকালে ক্রিকেটার সাব্বির বলেন, ‘দ্রুত সময়ে সবধরনের খবর প্রাপ্তির অন্যতম সংবাদমাধ্যম হলো যমুনা প্রতিদিন। পত্রিকাটির বিভিন্ন ক্যাটাগরির নিউজের মধ্যে খেলাধুলার নিউজ বেশি করা দরকার। তাহলে যমুনা প্রতিদিন আরও এগিয়ে যাবে।’ তিনি পত্রিকাটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা এবং সৌজন্য সাক্ষাতের জন্য সাংবাদিক আমানুল্লাহ আমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।