রাজশাহীতে দুই কর্মচারীর মধ্যে মারপিট থামাতে গিয়ে মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু’র বড় ভাই ও অলিম্পিক কম্পানীর কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বিনোদপুর ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কৌশিক প্রামাণিক মিঠু। তিনি অলিম্পিক কোম্পানীতে সুপার ভাইজার হিসেবে কাজ করতেন। মহানগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গত বুধবার রাতে অলিম্পিক কম্পানীর কর্মচারী সজিবুলের সঙ্গে কম্পানীটির গাড়ি চালক রাহুলের মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে রাহুল মহানগরীর ধরম এলাকায় কম্পানীর মালামাল সরবরাহ করতে গেয়ে সজিবুল তাঁকে ঘিরে ধরে মারপিট শুরু করে। খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু সেখানে মারপিট থামাতে গেলে সজিবুল মাথায় আঘাত করে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে যান মিঠু। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মিঠু মারা যান। এ ঘটনার পরে সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছে। ওসি এসএম মাসুদ পারভেজ আরো জানান, নিহতের ঘটনায় একটি মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।