সোমেন মণ্ডল : রাজশাহীতে “সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” স্লোগানে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর সম্মেলন কক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এ উৎসব পালিত হয়। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আখতার রহমানের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সহাকারি পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালে মো: ফাত্তাহ, এনটিভির সি: সাংবাদিক শ.ম সাজু, দূর্গাপুর ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, সংবাদ চলমান সম্পাদক ইমদাদুল হক ও বিএমএসএফ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। এশিয়ান টিভি রাজশাহী জেলা প্রতিনিধি আবু কাওসার মাখন’র সভাপতিত্বে ও সাংবাদিক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজয় টিভির মাজহারুল ইসলাম চপল, বিএমএসএফ জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাগর নোমানী,স্বদেশ প্রতিদিন রাজশাহী প্রতিনিধি আল আমিন ও এশিয়ান টিভি তানোর প্রতিনিধি মাহবুব আলম জুয়েল । শুরুতে পবিত্র কোর-আন তিলাওয়াত করেন তরুন সাংবাদিক আমানুল্লাহ আমান, এছাড়া অনুষ্ঠান শেষে জলযোগ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুরকার-গীতিকার কামরুল ইসলাম কোয়েল।