ভোরের জানালা ডেস্কঃ আজ রবিবার রাজশাহী ,রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার থেকে এই বৃষ্টি কমে যাবে। আবার বৃষ্টি নাও থাকতে পারে। তিনি বলেন, সোমবারের পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। সেটা শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্ভাবাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী , রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। আগামী ২ দিনে রাতের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘাচ্ছন্ন আকাশ। এতে ঠাণ্ডা বেড়েছে। পাশাপাশি সকাল সকাল বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।