জেলা প্রতিনিধিঃ বরেন্দ্র সচেতন সমাজের পক্ষ থেকে অসহায় গরীব শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ সেমন্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক মো. বকুল হোসেন। শেখ সেমন্তী ম্যাম ও বকুল হোসেন স্যার বলেন আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করছি ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করবে। বরেন্দ্র সচেতন সমাজ এর উপদেষ্টা বলেন, মানুষ মানুষের জন্য। আমরা সচেতনতা গড়ে তুলি এবং নিজ নিজ অবস্থান থেকে অসহায় গরীব মানুষদের সাহায্যে করি। বরেন্দ্র সচেতন সমাজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রায়হান রোহান বলেন আমাদের মূল লক্ষ্য হল তরুণ তরুণীদের নেতৃত্বে সমাজে সচেতনতা সৃষ্টি করা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করা। আমরা বিশ জন শিশুকে খাবার দিতে পেরে আনন্দ অনুভব করছি। বরেন্দ্র অঞ্চলের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই,আপনাদের সহযোগিতায়। আমি মনে করি একদিন আমাদের সংগঠন টা অনেক দুরে নিয়ে যেতে পারবো, সমাজের মানুষ জন্য কাজ করতে পারবো বলে আমি মনে করি।এবং ১৫ জন শিশু ও ১০ বদ্ধদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পেরেছি এর জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি।আলহামদুলিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র সচেতন সমাজ এর উপদেষ্টা আসমাউল হুসনা রিও। এবং ইবতেশাম তনয়া, বরেন্দ্র সচেতন সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি রায়হান রোহান। আইন বিষয়ক সম্পাদক সাথীয়া শেখ,অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিক, হানিফ,তানিম,কেয়া,আসফিম,অনুরাধা,শিকদার,রাহান,নিশাত,জেসমিন ঋতুসহআরো অনেকে।