মোহাম্মদ ছাইফুল ইসলাম; বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকা ছোটআলমপুর গুনাইঘর পূর্বপাড়ায় রবিবার দিবাগত রাত ৩ টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মৃত সুন্দর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিনের (৪৮)এর ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ৩টি গর্ভবতী গাভীসহ আনুমানিক ২০ লক্ষ টাকার পরিমান প্রয়োজনীয় মালা মাল পুড়ে ছাই হয়ে যায়। ভোক্তভোগী জসিম উদ্দিন পেশায় রিকশাচালক।
ঘটনার পরে বাড়ির মালিক মোঃ জসিম উদ্দিন বলেন, পাশের এলাকা গুনাইঘর থেকে মাহফিল শেষ করে রাত ১২ টার সময় বাড়িতে এসে নিজ ঘরে গুমিয়ে যান। রাত আনুসানিক ৩ টার সময় পুড়া গন্ধ পেয়ে ঘর থেকে বের হয়ে তার গোয়াল ঘরে আগুন দেখে হাউমাউ করে চিৎকার শুরু করেন। পরে তার স্ত্রী মোসাৎ রুবী আক্তারও ঘর থেকে বের হয়ে দেখেন একে একে বাড়ির ৩ টি টিনের চৌচালা ঘরে আগুন লেগে যায়।
ঘটনার পর তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে কোনো উপায় না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রব রাত ৩:২৫ মিনিটে খবর পেয়ে ৬জন উদ্ধার সহকর্মী নিয়ে ৩:৪৫ মিনিটের সময় ঘটনাস্থলে হাজির হন। পরে উদ্ধার কর্মীরা বাড়ির পাশের খাল থেকে পানি দিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনেন।
ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রব জানান, বৈদুৎতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে এবং ঘটনাস্থলে উপস্থিতিদের প্রচেষ্টায় প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পরিবারের কোনো সদস্য হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বাড়ির মালিক জসিম ও তার স্ত্রী রুবী বলেন, বড় মেয়ে ফেরদোসি বেগম’র (প্রবাসী) জামাতা তাদের প্রয়োজনে ২ লক্ষ টাকা তাদের পরিবারের নিকট রাখেন।ওই টাকা আলমারিতে রাখলে টাকাসহ আলমারি পুরে যায়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান ও পৌর কমিশনার মোঃ মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী অফিসার রাকিবুল হাসান নগদ ১০ হাজার টাকা পরিবার কে সহায়তা দান করে সর্বস্তরের মানুষ কে তাদের মানবীয় দৃস্টিকোনো হতে অসহায় পরিবারের প্রতি এগিয়ে আসার আহবান করেন।
ওই ঘটনার পরে ছোটআলমপুর আমিন বাড়ির মসজিদের ইমাম মোঃ আবু বক্কর ছিদ্দিক উপস্থিততি লোকজন ঘটনা দেখতে আসলে অসহায় পরিবারের প্রতি সহায়তায় এগিয়ে আসার কথা বলে নগদ ১৫ হাজার টাকা জনগনের নিকট থেকে উঠিয়ে মানবসেবায় ওই পরিবাররকে দিতে সক্ষম হন।