আঁখি মীর :
“পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর ” ওই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ১ টায় কুমিল্লার দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বিধি মোতাবেক অক্ষুন্ন রাখতে বিদ্যালয় পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহন করে।
এই দিকে গত ২২-০১-২০২০ইং তারিখে জেলা প্রশাসক আবুল ফজল মীর জেলা প্রশাসকের কার্যালয় সন্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব¬বর্ষ) ২০২০ উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর” কার্যক্রম বাস্তবায়নে ২৮ জানুয়ারী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করার আহবান করেন।
জেলা প্রশাসকের নির্দেশ ও উপজেলা প্রশাসনের আহবানে রূপসী বাংলা মডেল স্কুলের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ঝাড়ু হাতে নিয়ে শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের সামনের মাঠ এর মধ্যে পড়ে থাকা ময়লা- আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার ঝাড়ু হাতে নিলে সহকর্মী শিক্ষক ও ছাত্র-ছাত্রী মনের আনন্দে স্কুল মাঠ ঝাড়ু দেন ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন করে ঝুড়িতে ময়লা আবর্জনা জমা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রাহিমা ইসলাম, সহকারী শিক্ষক শাহিন আক্তার শিলা, মোঃ মাজহারুল ইসলাম, এমদাদ হোসাইন সরকার, সাইফুল ইসলাম সরকার, শারমিন আক্তার, শাহানা আক্তার, গোলাম কিবরিয়া, মোঃ কাউসার প্রমুখ।
এসময় স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার উপস্থিতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, দেশ প্রেম ঈমানের অঙ্গ। আমরা পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর রাখতে হলে গ্রাম- শহরে সকলে নৈতিক দ্বায়িত্ব হিসাবে প্রতিটি বাড়িতে ঘরে-ঘরে এই উদ্যোগ জাগিয়ে তুলতে হবে। তখনই মানুষ সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে সক্ষম হবে।