সোমেন মন্ডল,ব্যুরো প্রতিনিধি: আজ বুধবার সরস্বতী পূজা থাকবে কাল বৃহপ্রতিবার পর্যন্ত। এই বছর শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিন নির্বাচনে সমস্যা দেখা দিয়েছে। কারণ দুই দিন ধরে পঞ্চমী থাকছে। ইংরেজি তারিখ: ২৯ জানুয়ারি ২০২০। সকাল সকাল পৌনে ৯টা থেকে।ইংরেজি তারিখ: ৩০ জানুয়ারি, ২০২০।সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত এবং শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্ততে’—সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। আজ দেশের কোন কোন জাইগাতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও আগামীকাল দেশের প্রায় সকল বিদ্যালয়, কলেজ,মহাবিদ্যালয়ে পালিত হবে সরস্বতী পূজা।