ডেক্স রিপোর্টার: রাজশাহীর বাঘায় আজ ২৯শে জানুয়ারী বুধবার বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২১ বাছাই (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সরোজমিনে সেখানে গিয়ে দেখা যায় অনেক উৎসাহের সহিত পরীক্ষার্থীরা যথা সময়ে উপস্থিত হয় এবং পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষার চলা কালিন সময়ে সেখানে কেন্দ্র পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা পরিসংখ্যান অফিসার আবু রায়হান, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান, উপজেলা শিক্ষা অফিসার এ.বি.এম সানোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউন নাহার, সহ আরও অনেকে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা বলেন, কোঠর নিরাপত্তা ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা পরিসংখ্যান অফিসার আবু রায়হান জানান, জনশুমারির কাজে নিয়োগ নিতে গত ২০ জানুয়ারী গণনাকারী পদের জন্য ১২০ টি পদের বিপরীতে আবেদন সংখ্যা ৮৪৬ টি ও সুপারভাইজার পদে ১৬ টি পদের বিপরীতে আবেদন সংখ্যা ১৫২টি আবেদন জমা পড়েছে । এর প্রেক্ষিতে আজ মোট সাড়ে সাত শত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন । তিনি জানান উক্ত পরীক্ষার ফলাফল ও পরীক্ষা বিষয়ের সকল তথ্য আমাদের অফিসিয়াল পেজ bbs.bagha.rajshahi.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে।