মারুফ রুসাফি, নওগাঁ : নওগাঁয় অসহায়, দুস্থ ও নিপীড়িত মানুষের মধ্য কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছে Dream Shadow(স্বপ্নছায়া) নামক ফেইসবুক গ্রুপ।
গ্রুপ DREAM SHADOW (স্বপ্ন ছায়া) নওগাঁ জেলা প্লাটফর্ম ১লা নভেম্বর ২০১৯ থেকে কার্যক্রম শুরু করে। এই প্লাটফর্ম সকল সদস্যদের মিলনমেলা, এখানে সদস্যরই DREAM SHADOW (স্বপ্ন ছায়া)’র দিকনির্দেশনাকারী।
ড্রিম স্যাডো(স্বপ্নছায়া) নওগাঁ জেলা সভাপতি আল মামুনের নেতৃতে গতকাল বৃহঃপতিবার গভীর রাতে তার সদস্যদের নিয়ে নওগাঁ শহরের বিভিন্ন বস্তি ও সান্তাহার জংশনের ফুটপাত ও প্লাটফর্মে সুয়ে থাকা অসহায় মানুষের মাঝে চুপি চুপি প্রায় শতাধিক কম্বল ও শীত বস্ত্র বিরতন করেন।
এবং শুক্রবার সকালে ড্রিম স্যাডো(স্বপ্নছায়া) নওগাঁ জেলার বাঁকি সকল সদস্যদের সাথে নিয়ে নওগাঁ শহরের বাকি এলাকা ও সান্তাহারের বাকি এলাকা গুলোতে আবার ও কম্বল বিরতন করেন।
DREAM SHADOW (স্বপ্ন ছায়া) অসহায় মানুষের সহায়তায় অরাজনৈতিক সেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ। অসহায় মানুষের জন্যই DREAM SHADOW (স্বপ্ন ছায়া)’র অগ্রযাত্রা। অসহায় মানুষের হাসিমাখা মুখ, গৌরব উজ্জ্বল চোখের প্রতিচ্ছবি অবলোকন করতে DREAM SHADOW (স্বপ্ন ছায়া) সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। অসহায় মানুষের জন্য দৈনন্দিন দূরত্ব সেবা DREAM SHADOW (স্বপ্ন ছায়া)’র নিত্যসঙ্গী।
দেশ জুড়ে অসহায় মানুষের জীবন সন্তুষ্টির আনন্দ উৎসবে মেতে তুলতে DREAM SHADOW (স্বপ্ন ছায়া) ২১ ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রগতিশীল মনোভাবে আরিফ রহমানের নেতৃত্বে একদল অসাম্প্রদায়িক প্রজন্মের প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করার মাধ্যমে সব সময় নতুনরূপে কার্যক্রম পরিচালনা করছে। DREAM SHADOW (স্বপ্ন ছায়া) নিজেকে অভিসারে রাখতে চাইলেও সকল অগ্রগামী সদস্য’রা DREAM SHADOW (স্বপ্ন ছায়া) একান্ত সঙ্গী হয় সবসময়।
আবার DREAM SHADOW (স্বপ্ন ছায়া) মাত্রই সদস্যদের ব্যাক্তিগত পড়শি, DREAM SHADOW (স্বপ্ন ছায়া) তার একান্ত নিজস্ব সকল সেবা সব সময় সদস্যদের জন্য উন্মুক্ত রেখেই চলছে। আবার কখনো বন্ধ চার দেয়ালে রু্দ্ধ হয়ে ঠাঁই বসে থাকে সদস্যরা। এই সব উন্মুক্ত বা বন্ধ চার দেয়ালে চোখ রাখতে চায় DREAM SHADOW (স্বপ্ন ছায়া)। পারস্পরিক ভালবাসায় চোখ রেখে চিনে নিতে চায় নিজেদেরকে-মনন ও মুগ্ধতায়, DREAM SHADOW (স্বপ্ন ছায়া) মতো করেই।