রুস্তম আলী শায়ের; বিশেষ (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার আগামী ১৪ই ফেব্রুয়ারি তাহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বৃহঃপতিবার বিকেলে তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে বৃহঃপতিবার বিকেলে তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় তাহেরপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাবেক সহ- সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ডঃ পি.এম. শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও পুঠিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা শ্রী বিরেণ কুমার সরকার, সাধনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জিয়াউদ্দিন টিপু, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান।
তাহেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, তাহেরপুর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সাবেক কৃষকলীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী প্রবীণ আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ নুরু, তাহেরপুর পৌরসভার ১,২ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপার্থী মোছাঃ ফাতেমা বেওয়া, তাহেরপুর ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মোঃ মোবারক হোসেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ্, ভবানীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মি প্রমূখ।
|
Leave a Reply