মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধি
গত ৬ ফ্রেব্রুয়ারি বৃহসপতিবার সন্ধ্যা ৭টার সময় বাংলাদেশ বিমান করে ওমরা হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওয়ানা দেন কুমিল্লা -০৪ দেবিদ্বারের সাংসদ আলহাজ্ব রাজী মুহাম্মাদ ফখরুল মুন্সী।
সাংসদ রাজী মুন্সীর সফর সঙ্গী আওয়ামিলীগ নেতা আব্দুল হালিম জানান,এম পি মহোদয় জেদ্দা বিমানবন্দর হয়ে শুক্রবার শেষ রাতে মক্কায় ওমরা হজ্ব সম্পূর্ণ করেন।
তিনি আরো জানান, এম পি মহোদয় শুধুমাত্র ইবাদাত করতে এসেছেন। তারপরও দেবিদ্বারের সৌদি প্রবাসীরা দূরদূরান্ত হতে দেখা করতে আসছেন। তাদের ভালোবাসর টানে দেখা করে খোঁজ- খবর নিচ্ছেন এবং তিনি প্রবাসী দেবিদ্বার বাসীর সাথে দেখা করার সময় সবার নিকট দোয়া কামনা করেন।
তিনি আরো জানান, এমপি মহোদয়ের সফর সঙ্গী হিসেবে আমরা আব্দুল হালিম, নুরুল আমিন ও সুমন রয়েছি।
প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব এর পক্ষ থেকে মক্কার প্রতিনিধি হাজী মাহবুবুর রহমান সওদাগরের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ, রবিবার বিকাল ৪টার দিকে মদীনা হয়ে দেশে ফেরার কথা রয়েছে।