২০৫ স্টল নিয়ে অমর একুশে বই মেলা শুরু হয়ছে আজ থেকে।
ইতিহাস-ঐতিহ্য-দ্রোহ-বিপ্লবের তীর্থভূমি বীর চট্টগ্রামে জ্ঞান ও মননের আকাক্সক্ষা পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা- ২০২০। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আজ বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ মেলা ১০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একুশের বই মেলা প্রতিদিন বিকেল ৩ টা
থেকে রাত ৯ টা ও ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় ৫৮ নাম্বার স্টলে আছে উপন্যাস এর সমাহার নিয়ে শিকড় পাবলিকেশন।
শিকড় পাবলিকেশন এর ভক্তরা চট্টগ্রাম শিকড় পাবলিকেশন কে পেয়ে একটু বেশিই আনন্দিত।
শিকড় পাবলিকেশন এর প্রকাশক মিজানুর রহমান সরদার বলেন, বই প্রেমিদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিব।
ইতিমধ্যে প্রথম দিনে ২৫% ডিসকাউন্ট এ বই বিক্রি করেছেন তারা।