ডেক্স রিপোর্টার : বানেশ্বর থেকে ঈশ্বরদীর আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরণ কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এর সভায়-রাজশাহী সড়ক বিভাগাধীন বানেশ্বর-সারদা-চারঘাট-বাঘা-লালপুর-ঈশ্বরদী (জেড-৬০০৬) জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্পটি পাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার ১১ফেব্রুয়ারি সকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন পাশ করা হয়। আর ফলে রাজশাহী, নাটোর ও পাবনা জেলাসহ অত্র অঞ্চলের জনসাধারণের দীর্ঘ দিনের দাবী পূরণ হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানান বানেশ্বর থেকে চারঘাট-বাঘা-লালপুর হয়ে ঈশ্বরদী পর্যন্ত রাস্তাটি ১৮ ফিটের স্থলে ৩৪ ফিট হবে এবং প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরীতে ব্যয় হবে ৫০০ কোটি টাকা। সড়কটি জেলা সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উন্নিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
এই উন্নয়ন প্রকল্পটি পাশ হওয়ার পর সাধারন জনগন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম, এমপি যার প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রকল্পটি প্রনয়ন থেকে শুরু করে বাস্তবায়নের জন্য আজ একনেক সভায় পাশ হয়েছে।