মেহেদী হাসান রিয়াদ;
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের কালাগাজী সরকার বাড়ির কৃতি সন্তান মোঃ জহিরুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত কালাগাজী দাতব্য চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দাতব্য চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডাইরেক্টর ডা. মোঃ আবু জাহের, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, ৪নং সুবিল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আবু তাহের সরকার, ডা. মোঃ আবু জাহের এর সহধর্মীনী ও সমাজ সংগঠক পারভীন জাহের প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড. জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার মোঃ জসিম উদ্দিন, অবঃ প্রধান শিক্ষক নাজিম উদ্দিন নয়ন, শিক্ষক মোঃ আলী, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খায়ের সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, চলমান করোনা ভাইসার মহামারি হলেও তার থেকে পরিত্রাণ পাওয়া খুবই সহজ। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার সহ নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ ও গরম পানির বাষ্প নিলে করোনা ভাইরাস থেকে সহজেই নিরাপদ থাকা যায়। তাছাড়া নিয়মিত চিকিৎসক এর পরামর্শ নিয়ে সুস্থ্য থাকার আহ্বান জানান।
উদ্বোধন উপলক্ষে প্রায় দেড় শতাধিত লোকের চিকিৎসা সেবা প্রধান করেন, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডাইরেক্টর ডা. মোঃ আবু জাহের, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রবিউল হাসান এবং ইস্টার্ণ মেডিকেল কলেজ এর মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল ইসলাম স্বপন।
এই চিকিৎসা কেন্দ্র প্রতি শুক্রবার বিনা মূল্যে চিকিৎসা প্রবান করা হবে।
|
Leave a Reply