রায়হান রোহানঃ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজশাহীতে ‘বরেন্দ্র সচেতন সমাজ’ র উদ্দোগে অসহায় গরীব শিশু ও বৃদ্ধ মানুষের মাঝে পিঠা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ পিঠা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক রায়হানুল ইসলাম সোহান, উপদেষ্টা বরেন্দ্র আসমাউল হোসনা এবং ইবতেশাম তনয়া এবং সাবরিন মুসতারী আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাফিতুম মোসলেমা ইমু’,সহ-সভাপতি সাথীয়া শেখ’,যুগ্ন সাধারণ সম্পাদক হাসিব, সাংগঠনিক সম্পাদক আল-মানুন আকাশ, অর্থ-সম্পাদক জেসমিন আরা, ফেরদৌস, যোগাযোগ সম্পাদক সাকিব চৌধুরী, প্রচার সম্পাদক মুত্তাকিন আলম, অনুষ্ঠান সম্পাদক হারুন অর রশীদ হোসেন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন রানা,শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন মাহমুদ,দপ্তর সম্পাদক আরাফাত আলম,লিমু, সুমাইয়া,আবু হানিফ,সাবরিন, ফাহাদ,সোহেলসহ আরও অনেকে।
এ ব্যাপারে বরেন্দ্র সচেতন সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান বলেন,বরেন্দ্র সচেতন সমাজ এমনি একটা সংগঠন যেখানে শুধু মাত্র বরেন্দ্র অঞ্চলের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। আজকের এই দিনে মানুষ যখন নিজেদের নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আমাদের সংগঠন অসহায় গরীব মানুষদের নিয়ে চিন্তা করছে। আমরা চাই সব সময় যেনো ভালো কাজ করে যেতে পারি। তিনি আরও বলেন,কিছু দিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটছে এর নিন্দা ও প্রতিবাদ জানাই।আসুন আমরা সবাই এক হয়ে কাজ করি এবং মানুষ এর মাঝে সচেতনতা গড়ে তুলি।