সৌমেন মন্ডল, রাজশাহী ব্যাুরো প্রধানঃ
রাজশাহীর আম বাগানগুলো এখন মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত।গন্ধে মুখরিত অনিমা আম বাজারের সকল বাগানগুলো।দেশের কেমিকেল ও ফরমালিন মুক্ত আম সরবোরাহ করে, আমাদের অভিপ্রায় সবাই যেন বিষ মুক্ত আম পাই।রাস্তাই মুকুলের গন্ধে মন ভরে যাচ্ছে। আমের রাজধানী রাজশাহীর আম এর সুনাম দেশসহ বিদেশে।সেই দিকে লক্ষরেখে অনিমা আম বাজার এর চাষীরা মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আম উপাদনে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন এই বাগানের চাষিরা।
প্রতিটি গাছে উপচেপড়া মুকুল আম চাষিদের সেই সম্ভবনার কথা জানান দিচ্ছে।রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের তথ্যানুযায়ী, এ অঞ্চলে প্রতি বছর প্রায় আড়ই`শ জাতের আম উৎপন্ন হয়। এগুলোর মধ্যে এ বছর ল্যাংড়া, গোপালভোগ, ক্ষিরসাপাত, হিমসাগর, ফজলি, আম্রপলি,রানিপছন্দ, আশ্বিনা, ক্ষুদি, বৃন্দাবনী, লক্ষণভোগ, কালীভোগ, তোতাপরী, দুধসর, লকনা ও মোহনভোগ জাতের আমের চাষ বেশি হয়েছে।
অনিমা আম বাজার এর বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ফলন ভাল হবে। আর কিছুদিন আগে সামান্য পরিমাণ যে বৃষ্টি হয়েছে, তাতে আম চাষিদের উপকার হয়েছে।
অনিমা আম বাজারের প্রোপাইটার পিয়াংকা মন্ডল বলেন, আবহাওয়া এখন পর্যন্ত আমাদের পক্ষে রয়েছে। তাই ভাল ফলন ধরে রাখার আশায় তিনি বাগান পরিচর্যা করছেন। তিনি আরও বলেন আম একটি সুস্বাদু ফল এটি ছোট-বড় সকলের পছন্দের ফল। তাই সবার হাতে কেমিক্যাল ও ফরমালিন মুক্ত আম তুলে দিতে আমাদেই এই বাগান থেকে সরাসরি আম সরবারাহ করে থাকি।আমাদের লক্ষ সবাই যেন বিষমুক্ত আম পাই।