মেহেদী হাসান রিয়াদ:
কুমিল্লার দেবিদ্বারে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুমিল্লা-৪ আসনের এমপি রাজী ফখরুল এবং দেবিদ্বার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে এমপি রাজী ফখরুল এবং পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার, উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
এমপি এবং উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এমপি এবং উপজেলা পরশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর দেবিদ্বার প্রেসজক্লাব এর পক্ষথেকে উপস্থিত সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও এসময় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সামাজিক সংগঠন সহ আওয়ামী অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।