সোহাগ আরেফিনঃ- একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ে নানা আয়োজনে শুক্রবার শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করছে পুরো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। সকাল ৭.৩০ মিনিটে – বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ আরেফিন এর নেতৃত্বে হালিশহর বি ব্লক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএমএসএফ এর নেতৃবৃন্দরা এ-সময় উপস্থিত ছিলেন ৭১ বাংলা টিভির সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির রাব্বি সহ-সাংগঠনিক সম্পাদক বিএমএসএফ চট্টগ্রাম। চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার গিয়াসউদ্দিন টিটু,, সাংবাদিক তুহিন চৌধুরী,, গোলাম সুমন,, আবদুল হাই নুর-হানিফ খান,,জহিরুল ইসলাম,, মানসুর মাসুদ প্রমুখ।